‘অবশ্যই, অবশ্যই (হাসি)। আমরা এখানে জিততেই এসেছি। তাকে নিয়েই চ্যাম্পিয়নশিপ উদযাপন করতে চাই।’- রাইজিংবিডির সঙ্গে এক সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে মেয়েদের এশিয়া কাপের ট্রফি উদযাপন করার আশাবাদ এভাবেই ব্যক্ত করেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ।
কিন্তু হলো না। শ্রীলঙ্কার কাছে সেমিফাইনালে ১ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বিসমাহর। প্রথমবার মেয়ে ফাতিমাকে মাঠে নিয়ে এসেই হার দেখতে হয়েছে তাকে। সেমিফাইনালের আগ পর্যন্ত ফাতিমাকে হোটেলেই রেখেছিলেন তিনি।
বৃহস্পতিবার ফাতিমাকে জার্সি পরিয়ে মাঠে নিয়ে আসেন বিসমাহ। ম্যাচের পর সতীর্থরা মিলে মেয়ের সঙ্গে ছবিও তোলেন তিনি। এ সময় মুখে হাসিমুখ থাকলেও ভেতরটা নিশ্চয় পোড়াচ্ছিল। অথচ জিতলে পরিবেশটা ভিন্ন হতো।
ম্যাচে চালকের আসনে থেকেও হারতে হয় পাকিস্তানকে। সিলেটে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। ৬ উইকেট হারিয়ে ১২২ রান করে দ্বীপরাষ্ট্রটি। রান তাড়ায় নেমে ৬ উইকেট হারিয়ে ১২১ রানে থামে পাকিস্তান।
ব্যাট হাতে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন বিসমাহ। ৪১ বলে সর্বোচ্চ ৪২ রান আসে তার ব্যাট থেকে। তার আউটের পরেই খেলার মোমেন্টাম ঘুরে যায়। সহজ ম্যাচ পাকিস্তানের জন্য হয়ে যায় কঠিন। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। পাকিস্তান ১ উইকেট হারিয়ে করে ৭ রান।
ম্যাচ শেষে বিসমাহ বলেন, ‘এটা অনেক ভালো খেলা ছিল। সকলে উপভোগ করেছে। উইকেট ভালো ছিল। মাঝে খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। শেষে আমরা ভালো খেলতে পারিনি। তাদের বোলার ভালো বোলিং করেছে। টুর্নামেন্টে সকলে দারুণ পারফর্ম করেছে। থাইল্যান্ডের বিপক্ষে হারের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তার জন্য গর্বিত।’