জাতীয়

বুননের গল্প সংখ্যা প্রকাশিত

প্রকাশিত হলো বুননের গল্প সংখ্যা (১০ম সংখ্যা, অক্টোবর ২০২২)। এ সংখ্যায় আছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ১০০ লেখকের গল্প। খালেদ উদ-দীন সম্পাদিত গল্প সংখ্যাটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। দাম ৫০০ টাকা।

এ সংখ্যার বিষয়ে সম্পাদক খালেদ উদ-দীন বলেন, বাংলা সাহিত্যে ছোটোগল্পের সূচনা বিলম্বে হলেও তা ছিল বেশ চমকপ্রদ। আধুনিক যুগে ছোটোগল্প খুব দ্রুত পাঠকপ্রিয় হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোগল্পের একটা শক্ত ভিত তৈরি করে দেন। তাঁর পরবর্তী লেখকগণ গল্পকে আরও সমৃদ্ধ ও বিচিত্র বৈভবে ঋদ্ধ করেছেন। পঞ্চাশ ও ষাটের দশকে এসে বাংলা ছোটোগল্প একটা বাঁক নেয়। একঝাঁক তরুণ নানা ধরনের নিরীক্ষা চালিয়ে বাংলা ছোটোগল্পের ভিত্তি আরও মজবুত করেন। বেঁচে থাকার আর্তি, বৃহত্তর জীবনসংগ্রাম, প্রেম-আকাক্সক্ষা ও স্বপ্নের সমন্বয়ে নতুন এক মাত্রা যোগ হয় তখন। আশির দশক কাটে স্বৈরশাসনে। তার প্রভাবে ওইসময় তুলোতুলো কাহিনির বদলে গল্পকারদের হাতে প্রাধান্য পায় দ্রোহ। লেখকরাও হয়ে ওঠেন অতি মাত্রায় রাজনীতি সচেতন।

তিনি বলেন, নব্বইয়ের দশকে ছোটোগল্পে ব্যাপক পরিবর্তন আসে। কাহিনিনির্ভরতা থেকে বেরিয়ে ভাষানির্ভর উপস্থাপনা, বিষয়বস্তুতে নাটকীয়তা, বহুরৈখিক প্লট ও একই সঙ্গে অনেক ঘটনার ইঙ্গিত, এইসব পরিবর্তনে ছোটোগল্পের বহুকৌণিক দ্বার উন্মোচন হয়। আমাদের চিরায়ত কাহিনিগল্পে এখন একেবারে হযবরল অবস্থা। বর্তমান বাঙালিয়ানায়  নেই কোনও ঘাত-প্রতিঘাত, বিপ্লব কিংবা ব্যর্থ অভ্যুত্থান, ফলে প্রেম ও কামের ছটফটানিই যেন মুখ্য। এমন কিছু গল্পও আছে এই সংখ্যায়। বহুবৈচিত্র্যময় এসব গল্পপাঠে সময়ের অবস্থান নির্ণিত না হলেও মুদ্রিত গল্পে আগামীর ইঙ্গিত পাঠক পাবেন বলে মনে হয়।

খালেদ উদ-দীন জানান, বুননে প্রকাশিত লেখাগুলোর প্রথাগত কোনও ক্রমবিন্যাস নেই। প্রকাশিত লেখার সব লেখকরাই সমান গুরুত্বপূর্ণ।

এ সংখ্যায় যাদের গল্প ছাপা হয়েছে তারা হলেন-আকমল হোসেন নিপু, শেখ লুৎফর, শওকত হোসেন, স্বকৃত নোমান, সাদিয়া সুলতানা, আশান উজ জামান, এণাক্ষী রায়, মেহেদী ধ্রুব, স্বপন বিশ্বাস, মাহফুজ রিপন, উদয় শংকর দুর্জয়,  আতিক ফারুক, প্রলয় নাগ, জাকির তালুকদার, শিমুল মাহমুদ, মাহবুব মোর্শেদ, মাসউদ আহমাদ, গৌতম বিশ্বাস, জোবায়ের মিলন, ইশরাত তানিয়া, সৌম্য সালেক, সাদিকা রুমন, কবীর হোসেন, সাইফ বরকতুল্লাহ, হামিরউদ্দিন মিদ্যা, পাপড়ি রহমান, মঈনুস সুলতান, গাজী তানজিয়া, হেলাল মহিদীন, নির্ঝর নৈঃশব্দ্য, রাজকুমার শেখ, সোলায়মান সুমন, মহসীন চৌধুরী জয়, শুভ্র মৈত্র, ইসরাত জাহান, মাহমুদ মাসুদ, জীম হামযাহ, হুসাইন হানিফ, জিয়া হাশান, অনন্ত মাহফুজ, কাজী লাবণ্য, শিউল মনজুর, মামুন মুস্তাফা, মঈনুল হাসান, শঙ্খদীপ ভট্টাচার্য, গৌতম চক্রবর্তী, শামসুল কিবরিয়া, জুঁই মনি দাশ, শাদমান শাহিদ, মজিবুর রহমাম, হামিদ কায়সার, রায়হান রাইন, ইকবাল তাজওলী, সৌহার্দ সিরাজ, ম্যারিনা নাসরীন, আশরাফ জুয়েল, এলিজা খাতুন, সঞ্জয় রায়।

মাধব রায়, সৈয়দা আইরিন জামান, শাহ ইয়াছিন বাহাদুর, রফিকুজ্জামান রণি, মো. রোকনুজ্জামান, ইসহাক খান, হাবিব আনিসুর রহমান, ফরিদ আহমদ দুলাল, আফরোজা অদিতি, আনোয়ার কামাল, তৈমুর খান, রোকেয়া ইসলাম, নূর কামরুন নাহার, বাবুল আহমদ, আজিজ কাজল, ফারুক সুমন, নাহার আলম, মনি হায়দার, রোখসানা ইয়াসমিন মণি, তমাল রায়, জয়দীপ দে, রেদওয়ান খান, শামস সাইদ, জয়নাল আবেদীন শিবু, শফিক আজিজ, ইলিয়াস বাবর, স্বপঞ্জয় চৌধুরী, মঈন আহমেদ, গাজী আবদুর রহিম, মোহিত কামাল, মজিদ মাহমুদ, মালেকা পারভীন, হাসান অরিন্দম, সন্তোষ ঢালী, নাসিমা আনিস, ওয়াহিদ সারো, তাহমিনা কোরাইশী, খালেদ চৌধুরী, হানিফ রাশেদীন, রিতু পারভী, আরিফ কাশেম, সৌগত ভট্টাচার্য।