নিজস্ব প্রতিবেদকনারায়ণগঞ্জ, ৩০ এপ্রিল : নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার ভোররাত ৪টা ১৬ মিনিটে তিনি ভারতের দিল্লির দেরাদুনের একটি হাসপাতালে মারা যান। চিকিৎসার জন্য গত ১৮ এপ্রিল ভারতের দেরাদুনে গিয়েছিলেন। তিনি জানান, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। নাসিম ওসমান সাবেক সাংসদ এ কে এম সামসুজ্জোহার বড় ছেলে। নাসিম ওসমানের ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমান। অপর ভাই এ কে এম সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি।
নাসিম ওসমান স্ত্রী পারভীন আক্তার, ছেলে আজমেরী ওসমান, মেয়ে আইরিন ও আফরিন ওসমানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মা নাগিনা জোহা জীবিত আছেন। ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাংসদ হন নাসিম ওসমান। তার বাবা এ কে এম সামসুজ্জোহা ১৯৭০ ও ১৯৭৩ সালে একই আসনের সাংসদ ছিলেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শোক প্রকাশ করেছেন।
রাইজিংবিডি/রাকিব/ইসমাইল/রণজিৎ/দিলারা/আবু মো.