টেলিভিশনে সরাসরি সম্প্রচার (লাইভ) চলাকালে দুই সাংবাদিককে পেটানোর মামলায় জামিন পেয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক আবদুর রশিদ।
বুধবার (১৯ অক্টোবর) রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হাসান ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আসমিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একরামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদ আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন।’
এর আগে, গত ৫ সেপ্টেম্বর বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম।
এ ঘটনায় বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদকে প্রধান আসামি করে থানায় মামলা করেন বুলবুল হাবিব। মামলায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে, একজন জামিন পেয়েছেন। অন্য আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন।