পাবনার আতাইকুলায় ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় চুরি যাওয়া তিনটি ইজিবাইক।
সোমবার (৩১ অক্টোবর) রাতে পাবনা ও নাটোরে অভিযান চালিয়ে এসব ইজিবাইক উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন-পাবনার ঈশ্বরদী উপজেলার চররুপপুর গ্রামের রিংকু খাঁ (৩০), আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের স্বপন শেখ (৩৭), নাটোরের বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর দাড়িকুশি গ্রামের জহুরুল ইসলাম (৩২), একই উপজেলার খাকসা গ্রামের মিনহাজ আলী (৩০), দাড়িকুশি দূর্গাপুর গ্রামের রানা হোসেন (২৬)।
পুলিশ সুপার আকবর আলী বলেন, আতাইকুলা থানার গাঙ্গোহাটি কদমতলী গ্রামের জুয়েল রানা গত ১১ অক্টোবর দুপুরে বনগ্রাম বাসস্ট্যান্ডে তার ইজিবাইক রেখে হোটেলে দুপুরের খাবার খেতে যান। সেখান থেকে এসে তিনি তার ইজিবাইকটি আর খুঁজে পানিনি। এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল রানা বাদী হয়ে আতাইকুলা থানায় ৩১ অক্টোবর মামলা করেন।
তিনি আরও বলেন, মামলা দায়েরের পর পুলিশ বনগ্রাম বাজার বাসস্ট্যান্ড এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে অভিযুক্ত রিংকু খাঁকে (৩০) গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর দারিকুসি নামক স্থান থেকে জহুরুল ইসলামের কাছে থেকে তিনটি ইজিবাইক উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় জহুরুল, মিনহাজ, রানা ও স্বপনকে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।