খেলাধুলা

রাতে চট্টগ্রামের মুখোমুখি ওয়ালটন ঢাকা

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি লিগ ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ-২০২২’ এর তৃতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামবে ওয়ালটন ঢাকা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ একমি চট্টগ্রাম। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত পৌনে ৯টায়। যা সরাসরি দেখা যাবে টি স্পোর্টসের পর্দায়।

ইতোমধ্যে ওয়ালটন ঢাকা দুটি ম্যাচ খেলেছে। তার মধ্যে প্রথমটিতে মেট্রো এক্সপ্রেস বরিশালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে হার মানে ২-১ ব্যবধানে। এরপর সোমবার দ্বিতীয় ম্যাচে অধিনায়ক আইকন প্লেয়ার মো. আশরাফুল ইসলামের জোড়া গোলে রূপায়ণ সিটি কুমিল্লাকে হারায় ৪-৩ ব্যবধানে।

অন্যদিকে একমি চট্টগ্রাম ইতোমধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে জিতেছে দুটিতে। হেরেছে একটিতে। তারা প্রথম ম্যাচে ৩-২ গোলে হারায় সাইফ পাওয়ারটেক খুলনাকে। এরপর ৭-১ গোলে উড়িয়ে দেয় মোনার্ক পদ্মাকে। তবে মঙ্গলবার রাতে তারা মেট্রো এক্সপ্রেস বরিশালের কাছে হেরে যায় ৪-৩ ব্যবধানে। আজকের ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর। অন্যদিকে ওয়ালটনের জন্য এগিয়ে যাওয়ার।

শক্ত প্রতিপক্ষ চট্টগ্রামের বিপক্ষে ভালো খেলা উপহার দিতে চান ওয়ালটন ঢাকার দেশি কোচ জাহিদ হোসেন রাজু, ‘একমি চট্টগ্রাম ভালো দল। তারা ভালো খেলছে। যদিও শেষ ম্যাচটি হেরেছে। তাদের বিপক্ষে আমরা ভালো খেলা উপহার দিতে চাই। ছেলেরা তাদের সেরাটা দিয়ে খেলতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু হবে।’

ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী ওয়ালটন ঢাকার ম্যানেজার এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)ও, ‘একমি চট্টগ্রাম ভালো দল। আমাদের খেলোয়াড়রাও বেশ ফুরফুরে মেজাজে আছে। আশা করছি দারুণ একটা লড়াই হবে। আমাদের দল ভালো খেলা উপহার দিবে ইনশাল্লাহ।’

আজকের ম্যাচের পর বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সোয়া ৮টায় সাইফ পাওয়ার গ্রুপ খুলনার মুখোমুখি হবে ওয়ালটন ঢাকা। শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় ওয়ালটন ঢাকা খেলবে মোনার্ক পদ্মার বিপক্ষে।

রোববার ৭টায় আবার সাইফ পাওয়ার গ্রুপ খুলনার সাথে লড়বে ওয়ালটন। মঙ্গলবার (৮ নভেম্বর) ওয়ালটন ঢাকার দ্বিতীয় দফা লড়াই হবে মোনার্ক পদ্মার সাথে। বুধবার (৯ নভেম্বর) সোয়া ৮টায় মেট্রো এক্সপ্রেস বরিশালের সাথে আবার দেখা হবে ওয়ালটন ঢাকার। ১১ নভেম্বর দুপুর সোয়া ২টায় ওয়ালটন ঢাকা ও রূপায়ণ সিটি কুমিল্লা আবার মুখোমুখি হবে। আর ১২ নভেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে একমি চট্টগ্রামের সঙ্গে আবার ময়দানি লড়াইয়ে নামবে ওয়ালটন ঢাকা।

লিগপর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল যাবে পরের রাউন্ডে। শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে কোয়ালিফায়ারে। জয়ী দল যাবে ফাইনালে। হেরে যাওয়া দল আরও একটি সুযোগ পাবে। তারা এলিমেনেটর ম্যাচে (তৃতীয়-চতুর্থ দল) জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে। ১৪ নভেম্বর হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। আর ১৫ নভেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ১৭ নভেম্বর।

ওয়ালটন ঢাকার স্কোয়াড: আশরাফুল ইসলাম (ডিফেন্ডার), এসভি সুনীল (ফরোয়ার্ড), আবু সাঈদ নিপ্পন (গোলরক্ষক), রকিবুল হাসান রকি (ফরোয়ার্ড), শফিউল আলম শিশির (রক্ষণভাগ), মেহরাব হোসেন সামিন (মিডফিল্ড), আবেদ উদ্দিন (মিডফিল্ড), মোহাম্মদ আজরি হাসান (ডিফেন্ডার), আব্দুল খালিক হামিরিন (মিডফিল্ডার), আলফান্দি আলি সুরিয়া (ফরোয়ার্ড), আমান শরিফ (মিডফিল্ড), আল-আমিন (গোলরক্ষক), রাতুল আহমেদ অনিক (ডিফেন্ডার), মাইনুল ইসলাম কৌশিক (ফরোয়ার্ড), মোহাম্মদ আব্দুল্লাহ (আক্রমণভাগ), মো. হোজাইফা হোসেন (মিডফিল্ড) ও মো. তৈয়ব আলী (মিডফিল্ড)।

বিদেশি কোচ: সাইফুল আজলি বিন আব্দুল রহমান (মালয়েশিয়া)। দেশি কোচ: জাহিদ হোসেন রাজু। ম্যানেজার: এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।