খেলাধুলা

পিছিয়ে পড়েও দারুণ জয় পেলো ওয়ালটন

ফ্র্যাঞ্চাইজি লিগ হকিতে বৃহস্পতিবার পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে ওয়ালটন ঢাকা। রাতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৫-২ গোলে হারিয়েছে সাইফ পাওয়ারটেক খুলনাকে। ওয়ালটনের জয়ে দুটি করে গোল করেন দুই আইকন মো. আশরাফুল ইসলাম ও এসভি সুনীল। অপর গোলটি করেছেন মো. আজরি হাসান।

এই জয়ে ৪ ম্যাচের ২টিতে জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে ওয়ালটন। অন্যদিকে চার ম্যাচের চারটিতেই হেরেছে খুলনা। তাদের ঝুলিতে এখনো কোনো পয়েন্ট যুক্ত হয়নি। পয়েন্ট টেবিলে তারা রয়েছে তলানিতে।

ম্যাচের ৫৮ শতাংশ বলের দখল ছিল ওয়ালটনের কাছে। তারা ছয়টি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল। তার দুটি থেকে গোল করেছিল। দুটি গোল আসে পেনাল্টি স্ট্রোক থেকে। অন্যটি হয় ফিল্ড গোল।

এদিন অবশ্য ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে ওয়ালটন। এ সময় পাল্টা আক্রমণে আর্জেন্টিনার ফরোয়ার্ড গিদো বেইরোস গোল করে এগিয়ে নেন খুলনাকে। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি ওয়ালটন। ১৩ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ওয়ালটন। পেনাল্টি কর্নারে পুশ করেন এসভি সুনীল। স্টপ করেন আলফেন্দি আবু সুরিয়া। আর অধিনায়ক মো. আশরাফুলের শটে গোল হয়। তবে প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে (১৫ মি.) পেনাল্টি কর্নার থেকে সাইফ পাওয়ারটেকের নতুন সাইনিং মার্টিন গোল করে এগিয়ে নেন দলকে।

দ্বিতীয় কোয়ার্টারে উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করেও কোনো গোল পায়নি। তৃতীয় কোয়ার্টারে দুই দুটি পেনাল্টি স্ট্রোক পায় ওয়ালটন ঢাকা। আর সেই দুটি থেকেই গোল আদায় করে ওয়ালটনকে ৪-২ ব্যবধানে এগিয়ে নেন এসভি সুনীল।

তৃতীয় কোয়ার্টারের ৩৪ মিনিটে সমতায় ফেরে ওয়ালটন। এ সময় পেনাল্টি স্ট্রোক পায় তারা। পেনাল্টি স্ট্রোক থেকে ওয়ালটনের ভারতীয় তারকা ও আইকন প্লেয়ার সুনীল গোল করে সমতা ফেরান।

এরপর ৪৩ মিনিটে আরও একটি পেনাল্টি স্ট্রোক পায় ওয়ালটন। আবারও সুনীল গোল করেন। তাতে ওয়ালটন এগিয়ে যায় ৩-২ ব্যবধানে।

তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে মালয়েশিয়ান মো. আজরি হাসানের গোলে ব্যবধান ৪-২ করে ফেলে ওয়ালটন ঢাকা। এ সময় ২৫ গজ দূর থেকে ইন্দোনেশিয়ান ফরোয়ার্ড আলফেন্দি আলী সুরিয়ার লং পাসে কোনোরকমে স্টিক লাগিয়ে গতিপথ বদলে জালে জড়ান আজরি।

এরপর চতুর্থ কোয়ার্টারে ৪৯ মিনিটে ওয়ালটন ব্যবধান ৫-২ করে। এ সময় পেনাল্টি কর্নার পায় তারা। পেনাল্টি কর্নারে পুশ করেন এসভি সুনীল। স্টপ করেন মালয়েশিয়ান মিডফিল্ডার আব্দুল খালিক হামিরিন। আর আশরাফুলের শটে গোল হয়। শেষ পর্যন্ত ৫-২ ব্যবধানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ালটন।

ম্যাচসেরা হন ওয়ালটন ঢাকার আইকন খেলোয়াড় এসভি সুনীল। তার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও ওয়ালটন ঢাকার ম্যানেজার এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

শুক্রবার ওয়ালটনের কোনো ম্যাচ নেই। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়ালটন ঢাকা খেলবে মোনার্ক পদ্মার বিপক্ষে। এরপর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় আবার সাইফ পাওয়ার গ্রুপ খুলনার সাথে লড়বে ওয়ালটন।

মঙ্গলবার (৮ নভেম্বর) ওয়ালটন ঢাকার দ্বিতীয় দফা লড়াই হবে মোনার্ক পদ্মার সাথে। ম্যাচটি হবে সোয়া ৮টায়। বুধবার (৯ নভেম্বর) একই সময়ে মেট্রো এক্সপ্রেস বরিশালের সাথে আবার দেখা হবে ওয়ালটন ঢাকার। ১১ নভেম্বর দুপুর আড়াইটায় ওয়ালটন ঢাকা ও রূপায়ণ সিটি কুমিল্লা আবার মুখোমুখি হবে। আর ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় লিগ পর্বের শেষ ম্যাচে একমি চট্টগ্রামের সঙ্গে আবার ময়দানি লড়াইয়ে নামবে ওয়ালটন ঢাকা।

লিগপর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল যাবে পরের রাউন্ডে। শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে কোয়ালিফায়ারে। জয়ী দল যাবে ফাইনালে।

হেরে যাওয়া দল আরও একটি সুযোগ পাবে। তারা এলিমেনেটর ম্যাচে (তৃতীয়-চতুর্থ দল) জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে। ১৪ নভেম্বর হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। আর ১৫ নভেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ১৭ নভেম্বর।