সারা বাংলা

বিয়ে নিয়ে দ্বন্দ্ব, হাতুড়িপেটায় যুবকের মৃত্যু

মাদারীপুরে সৌদি আরব প্রবাসী ওবাইদুল হাওলাদারের (৩৮) তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আজম মাতুব্বর (৩৮) নামের এক যুবককে হাতুড়িপেটা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে তিনি মারা যান। এর আগে, গত মঙ্গলবার (১ নভেম্বর) রাতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর পল্লী বিদ্যুতের সামনে তাকে হাতুড়িপেটা করা হয়। নিহত আজম খৈয়ার ভাঙ্গা এলাকার রাজ্জাক মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর আগে মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে ওবায়দুল হাওলাদারের (৩৮) সঙ্গে মাদারীপুর সদর উপজেলার খৈয়ার ভাঙ্গা গ্রামের কালাম ঢালীর মেয়ে লিমা আক্তারের (৩০) বিয়ে হয়। পরে তাদের সংসারে দুই কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পাঁচ বছর পর সৌদি আরব চলে যান ওবায়দুল হাওলাদার।

এ সময় তার স্ত্রী লিমার সঙ্গে মোবাইল মেকানিক আজম মাতুব্বরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় বছর প্রেম করার পর প্রথম স্বামীকে তালাক দিয়ে সন্তান রেখে আজমের সঙ্গে পালিয়ে বিয়ে করেন লিমা। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে আসেন ওবায়দুল।

মঙ্গলবার এরই জেরে আজম মাতুব্বরের ওপর হামলা চালায় ওবাইদুলসহ অজ্ঞাত আরও কয়েকজন। এসময় তাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আজমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।

আজমের স্ত্রী লিমা আক্তার বলেন, ‘এর আগে, আমাকে ঘরে আটকে রেখে পিটিয়ে জখম করেছিল। এখন আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’