রাজশাহীর তানোর থেকে নওগাঁর নিয়ামতপুরে পাচারের সময় ৬০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। নিয়মবহির্ভূতভাবে সার অন্য এলাকায় পাচারের চেষ্টা করার অপরাধে সারের পরিবেশক নজরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর এলাকা থেকে এ সার জব্দ করা হয়।
জরিমানা হওয়া নজরুল ইসলাম উপজেলার আজিজপুর বাজারের ‘মেসার্স রহিমা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
সংশ্লিষ্টরা জানান, আজিজপুর বাজারের বিএডিসি সার ডিলার নজরুল ইসলামের প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে ৪০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা এমওপি সার কেনেন পাশের নওগাঁ জেলার নিয়ামতপুরের এক ব্যবসায়ী। শনিবার সকালে আজিজপুর বাজার থেকে নিয়ামতপুর নেওয়ার পথে ওই সারবাহী গাড়ি জব্দ করেন স্থানীয়রা। তারা সারের ক্রেতার কাছে ক্রয় রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন। খবর পেয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) পংকজ চন্দ্র দেবনাথ ও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ এবং তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সার জব্দ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ বলেন, ‘কৃষকের দোরগোড়ায় সারের সরবরাহ নিশ্চিত করতে ডিলার ও খুচরা বিক্রেতারা নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করতে পারবেন। কিন্তু এই সার পাশের উপজেলায় পাচার করা হচ্ছিল।’
ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘সার ব্যবস্থাপনা আইন মোতাবেক অভিযুক্ত ডিলার নজরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে নিজ ইউনিয়নের কৃষকদের কাছে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে।’