ব্যক্তিগত জীবনে বলিউডের একডজন নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন রণবীর কাপুর। প্রেম প্রেম খেলার অবসান ঘটিয়ে আলিয়া ভাটের সঙ্গে ঘর বেঁধেছেন এই নায়ক। রোববার (৬ নভেম্বর) দুপুরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। বাবা-মা হয়ে দারুণ উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।
রণবীরের বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্ত-সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি রণবীরের প্রাক্তন প্রেমিকারাও। এক সময় রণবীর যাদের সঙ্গে সংসার বাঁধার স্বপ্ন দেখিয়েছিলেন তাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নায়ক।
২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রণবীর-ক্যাটরিনা। আর এ সিনেমার শুটিং সেট থেকে তাদের মনের লেনাদেনা। যদিও তারা এই সম্পর্কের কথা স্বীকার করেননি। রণবীর-ক্যাটরিনা একই ফ্ল্যাটে থাকতেও শুরু করেছিলেন। তারপরও ভেঙে যায় এই জুটির প্রেম। প্রেম ভেঙে গেলেও প্রিয় মানুষের আনন্দের দিনে রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা। এ অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন—‘অভিনন্দন!’
দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। এ জুটির প্রেম কাহিনি বলিউডের কারো অজানা নয়। এই যুগলের রোমান্স টিনসেল টাউনের সবারই খুব পছন্দ ছিল। অন্যান্য সম্পর্কের মতো নয়, বরং রণবীর-দীপিকার সম্পর্ক বেশ জোরদার ছিল। গুঞ্জন শোনা যায়, তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন। একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেন তারা, যা বক্স অফিসেও সফল হয়। কিন্তু কী কারণে ভেঙে যায় এই জুটির প্রেম তা এখনো অজানা। তবে সব ভুলে প্রাক্তন প্রেমিকের বাবা হওয়ার খবরে অভিনন্দন জানিয়ে একটি লাভ ইমোজি পোস্ট করেছেন দীপিকা।
২০১০ সালে ‘আনজানা আনজানি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রণবীর কাপুর-প্রিয়াঙ্কা চোপড়া। এ সিনেমায় তাদের রসায়ন দর্শকের নজর কেড়েছিল। আবার বাস্তব জীবনেও তাদের সমীকরণ জোরদার হয়। যদিও এই সম্পর্ক বেশিদিন টিকেনি। তবে রণবীরের বাবা হওয়ার খবরে অভিনন্দন জানাতে ভুল করেননি তিনি। তার ইনস্টাগ্রামে স্টোরিতে এ অভিনেত্রী লিখেন—‘বাবা-মা হওয়ার জন্য অভিনন্দন রণবীর-আলিয়া। কন্যার জন্য ভালোবাবাসা ও আশীর্বাদ।’
রণবীর কাপুর অভিনীত প্রথম সিনেমা ‘সাওয়ারিয়া’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেন সোনম কাপুর। আর তাদের প্রেম শুরু এ সিনেমার সেট থেকেই। শোনা যায়, পরিচালক সঞ্জয় লীলা বানসালী এই জুটিকে নিয়ে ‘ব্ল্যাক’ সিনেমা নির্মাণের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। কারণ ততদিনে রণবীরের দৃষ্টি চলে যায় দীপিকার দিকে, ফলে ভেঙে যায় সোনম-রণবীরের প্রেম। প্রেম ভেঙে গেলেও আলিয়ার পোস্টে মন্তব্য করে অভিনন্দন জানিয়েছেন তিনি। এতে অভিনেত্রী লিখেছেন—‘অভিনন্দন! তোমার রাজকন্যাকে দেখার জন্য আর তর সইছে না।’