এক মাসের ধুন্ধুমার লড়াই শেষে পর্দা নামার অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনিশ্চয়তা, নাটকীয়তা আর রোমাঞ্চকর পরিস্থিতি পেরিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
ফাইনালকে সামনে রেখে আজ শনিবার (১২ নভেম্বর, ২০২২) সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাকে এক সাংবাদিক আইপিএল প্রসঙ্গে টেনে প্রশ্ন করলে বাবর রীতিমতো বোকা বনে যান। তিনি কোনো উত্তর না দিয়ে মিডিয়া ম্যানেজারের দিকে তাকান। তিনি পরিস্থিতি অন্যদিকে নিয়ে যান।
ওই সাংবাদিক বাবর আজমকে প্রশ্ন ছুড়েন, ‘সবাই আইপিএলের উপকারিতা নিয়ে কথা বলে, আপনার কি মনে হয় আইপিএল এমন কিছু যেটা আপনাকে ও আপনার দলকে আরও শানিত করতে পারতো এবং ভবিষ্যতে কখনো কি আইপিএলে খেলার আশা রাখেন?’
এমন প্রশ্নে রীতিমতো অস্বস্তিতে পড়েন বাবর। তিনি কি জবাব দিবেন ভেবে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত কোনো উত্তর না দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মিডিয়া ম্যানেজারের দিকে তাকান। মিডিয়া ম্যানেজার বলেন, ‘এই মুহূর্তে আমরা কেবল বিশ্বকাপের ফাইনাল সংক্রান্ত প্রশ্ন নিচ্ছি।’
আগামীকাল রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।