দেখতে দেখতে শেষের পথে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২। আর মাত্র একটি ম্যাচ। এরপরই পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এই ম্যাচের অফিসিয়াল থাকবেন কারা সেটা ইতোমধ্যে প্রকাশ করেছে আইসিসি।
ফাইনালে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন নিউ জিল্যান্ডের ক্রিস গাফানি। আর চতুর্থ আম্পায়ার থাকবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। এর আগে ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। ইমরান খানের নেতৃত্বে সেবার ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।