শেরপুরের নালিতাবাড়ীতে ৭ হাজার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের মধ্যে সরিষা, গম, ভুট্টা ও পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রনোদনার আওতায় চলতি রবি মৌসুমে এ সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টোফার হিমেল রিসিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর কবীর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আনোয়ার হোসেন ও কৃষানী ক্লোডিয়া নকরেক কেয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সবুর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম তালুকদার প্রমুখ।
নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার কৃষকদের ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি সার দেওয়া হয়। ২ হাজার কৃষকদের ২০ কেজি গমের বীজ ও ২০ কেজি সার দেওয়া হয়েছে।
এছাড়া ৪০০ কৃষককে ২ কেজি ভুট্টার বীজ, ৩০ কেজি সার এবং ৫০ জন কৃষকে ১ কেজি পেঁয়াজের বীজ ও ২০ কেজি সার দেওয়া হয়।