খেলাধুলা

আমি যে দল সমর্থন করি তারা এখন খুব ভালো করছে না: সালাউদ্দিন 

বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম প্রথম উজ্জ্বল করেন তিনি। তিনিই দেখিয়েছিলেন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের পেশাদার লিগে খেলার পথ। খেলেছেন স্বাধীন বাংলা ফুটবল দলে। তিনি কাজী সালাউদ্দিন। এক যুগেরও বেশি সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের প্রথম তারকা ফুটবলার তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাইফুল ইসলাম রিয়াদ 

রাইজিংবিডি: সম্প্রতি জাতীয় নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। সভাপতি হিসেবে কীভাবে উপভোগ করছেন এই সাফল্য? 

সালাউদ্দিন: উপভোগ্য না। আমার কাছে সময়টা আরও চাপের মনে হচ্ছে। কারণ ভালো করলে আমাদের যেভাবে আদর করা হয়, খারাপ করলে ঠিক তার উল্টো। আমি চাপের কথা এজন্য বলছি, টিমের যে সাফল্য সেটা ধরে রাখা এবং সামনে আরও কীভাবে ভালো করবে তার জন্য পরিকল্পনা করা, পরিকল্পনা অনুযায়ী কাজ করা-  এজন্যই বললাম চাপের সময়। 

রাইজিংবিডি: তার মানে দাঁড়ালো সাফল্যটাই চাপের? 

সালাউদ্দিন: অবশ্যই। 

রাইজিংবিডি: মেয়েরা যেভাবে সামনে এগোচ্ছে সে তুলনায় ছেলেরা যেন পেছনে হাঁটছে। কোনো বিশেষ পরিকল্পনা আছে কি না? 

সালাউদ্দিন: মেয়েদের মধ্যে আর ছেলেদের মধ্যে বড় একটা পার্থক্য আছে। যেটা কেউ নোটিশ করে না। মেয়েদের আমি একাডেমিতে রাখতে পারি, এখানে কোনো পিছুটান নেই। তাদের যেভাবে প্রয়োজন অনুশীলন করানো হয়, চার-পাঁচ বছর তারা এখানেই আছে। ছেলেদের এটা আমি পারি না। তারা যখনই ১৮ পার হয় ক্লাবে চলে যায়। ক্লাবের ট্রেনিং আমাদের ট্রেনিং পার্থক্য অনেক। কয়েকটা ক্লাব ছাড়া কেউ পেশাদার ট্রেনিং করাতে পারে না। এজন্য যেভাবে বেড়ে ওঠা প্রয়োজন সেভাবে হয় না। 

রাইজিংবিডি: আপনি প্রেসিডেন্ট হয়ে বলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। কিন্তু বাস্তবতায় যেটা অসম্ভব মনে হয় এখন। কেন এতটা পিছিয়ে আমরা? 

সালাউদ্দিন: ফুটবল বিশ্বকাপ আমরা খেলতে পারি না এবং খেলার জন্য আমরা চেষ্টা করি না। আপনাকে অনেক দূর যেতে হবে, ধাপে ধাপে এগোতে হবে। আমাদের অবকাঠামো নেই, অর্থ নেই এবং সাপোর্টও নেই। আপনি দেখুন, শেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কোয়ালিফাই করেনি, এবার ইতালি করেনি। ইতালিতে যেসব ফুটবলার আছে সপ্তাহে তিন চার কোটি টাকা পায়, কিন্তু তারা খেলতে পারে না। আমাদের স্বপ্ন দেখার আগে অবকাঠামো ঠিক করতে হবে। তারপরে স্বপ্ন দেখবো। 

রাইজিংবিডি: তার মানে দাঁড়ালো আমাদের বিশ্বকাপ খেলার প্রধান অন্তরায় অবকাঠামো? 

সালাউদ্দিন: হ্যাঁ, এটাই। 

রাইজিংবিডি: কাতার বিশ্বকাপে আপনি কাদের ফেভারিট মনে করছেন? লাতিন না কি ইউরোপ? 

সালাউদ্দিন: সবগুলো দলই প্রায় সমান। এই ধরেন ১৮, ১৯, ২০। আমি এই বিশ্বকাপে ফেভারিট মনে করছি ফ্রান্সকে। তারপর ব্রাজিল। 

রাইজিংবিডি: আপনি কোন দল সমর্থন করেন? 

সালাউদ্দিন: আমি যে দল সমর্থন করি সেই দল এখন খুব ভালো করছে না। আমি ডাচ সাপোর্টার। নেদারল্যান্ডস- ওরা এখন সুবিধাজনক অবস্থানে নেই। 

রাইজিংবিডি: ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার সম্ভাবনা কতটুকু দেখছেন? 

সালাউদ্দিন: ব্রাজিল আর্জেন্টিনা সবসময় প্রমাণ করা দল। ফুটবল বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। আগে থেকে বলা কঠিন। 

রাইজিংবিডি: মেসি-রোনালদোর হাতে একটি বিশ্বকাপ দেখতে চান কি না? 

সালাউদ্দিন: প্রথমত আমি কোনো আবেগী সমর্থক না। খেলে ট্রফি নিতে হবে। কেড়ে নিতে হবে। কেউ আপনাকে এটা হাতে তুলে দেবে না।