সারা বাংলা

স্ত্রীর করা যৌতুকের মামলায় ব্যবসায়ী কারাগারে

ঝালকাঠিতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মাল্টিপারপাস ব্যবসায়ী নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ নভেম্বর) ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএম ইমরানুর রহমান এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালে পারিবারিকভাবে নজরুল ইসলামের সঙ্গে পারভীন বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৯ বছর বয়সী কন্যা ও দুই মাস বয়সী পুত্র সন্তান রয়েছে।

এক বছর পূর্বে মাল্টিপারপাস ব্যবসা বড় করতে ৫ লাখ টাকা যৌতুক দাবী করেন নজরুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে পারভীনকে ভাড়া বাসায় রেখে খোঁজখবর নেওয়া বন্ধ রাখেন তিনি। পারিবারিকভাবে বিষয়টি সমাধানের জন্য একাধিকবার বসলেও দাবিতে অনড় থাকেন নজরুল।

কোনো উপায় না পেয়ে এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর স্বামীর বিরুদ্ধে মামলা করেন পারভীন। আদালত মামলাটি আমলে নিয়ে গত ১২অক্টোবর সমন জারি করেন।

রোববার এ মামরায় আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন নজরুল ইসলাম। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী শামীম আলম বাবু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।