যশোরে শার্শার আফিল জুট উইভিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেনাপোল ফায়ার সার্ভিস দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় আখের আলী (৫০) নামে একজন শ্রমিক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
বেনাপোল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শ্রী মনোরঞ্জন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।’
আফিল উইভিং জুট মিলের জেনারেল ম্যানেজার আহাদ আলী জানান, হঠাৎ করে মিলের মধ্য থেকে ধোঁয়া দেখা যায়। এরপর মিলের চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে মিলে থাকা মেশিনারিজ সহ শত কোটি টাকার অধিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।