পাবনা ক্যাডেট কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া বিজ্ঞান বিভাগের ৫৫ জন শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
গোল্ডেন এ প্লাস পাওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, পাবনা ক্যাডেট কলেজের শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতা ছিল আমাদের পাঠদানে। আমরা নিজেরাও শিক্ষকদের দেওয়া নির্দেশনা অনুসরণ করে ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের বাবা-মাও সব সময় সাহস ও উৎসাহ যুগিয়েছেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় কঠোর মনোনিবেশ, শিক্ষকদের মানসম্মত পাঠদান আর অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার অভূতপূর্ব ফলাফল সম্ভব হয়েছে। প্রতিবারের মতো এ ধারা আগামীতেও অব্যাহত রাখতে আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার কোনো কমতি থাকবে না। আমি আমার শিক্ষার্থীদের আরও উন্নতি কামনা করছি।