সারা বাংলা

কালীগঞ্জে ডিজিটাল দিবসের আলোচনা অনুষ্ঠিত 

কালীগঞ্জে ডিজিটাল দিবসের আলোচনা অনুষ্ঠিত 

‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্যে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। 

সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান।

এসময় কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবিন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।