ইংল্যান্ডের জস বাটলার আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে দেশকে নেতৃত্ব দিয়ে নভেম্বরের সেরা হলেন তিনি।
স্বদেশী আদিল রশিদ ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদিকে পেছনে ফেলে এই পুরস্কার পেলেন বাটলার। ভারতের বিপক্ষে সেমিফাইনালে শক্তিশালী পারফরম্যান্স করেন তিনি। অ্যালেক্স হেলসের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৭০ রান তুলে ১০ উইকেটে জেতান দেশকে। ৯ চার ও ৩ ছয়ে ৪৯ বলে ৮০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক। তারপর পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ড ২০১০ সালের পর প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে।
বাটলার নভেম্বরে চার টি-টোয়েন্টি খেলে দুটিতে ফিফটি অতিক্রম করেন। পুরস্কৃত হয়ে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের জন্য আমাকে ভোট দেওয়ায় ভক্তদের ধন্যবাদ জানাই। আমার সতীর্থদের কৃতিত্ব দিতে হয়। ক্রিকেটের সবচেয়ে অসাধারণ মাস ছিল এটা, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলাম।’
মেয়েদের ক্যাটাগরিতে সেরা হয়েছেন পাকিস্তানের ওপেনার সিদ্রা আমিন। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২৭৭ রান করেন তিনি। লাহোরে প্রথম ম্যাচে ১৫১ বলে ১৭৬ রান করেন তিনি। প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দেড়শ করেন সিদ্রা।