বিনোদন

মুগ্ধ হয়ে একজন বাবার ব্যাকুলতা দেখছিলাম: পরীমনি

তারকা দম্পতি রাজ-পরীর একমাত্র সন্তান রাজ্য। নিয়মিত রাজ্যের ছবি প্রকাশ করেন পরীমনি ও শরীফুল রাজ। মধুর স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে রাখেন তারা। এদিক রাজ্যের বয়স চার মাস পার হয়েছে। এর মধ্যেই আব্বু বলে ডাকতে শিখেছে। আর এই মধুর স্মৃতিটুকু ক্যামেরায় ধারণ করেছেন পরীমনি।

প্রথমবার রাজ্যের মুখে ‘আব্বু’ ডাক শুনে বেশ উচ্ছ্বসিত রাজ। বাবা-ছেলের সেই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নেটিজেনদের সঙ্গে শেয়ার করেছেন মা পরীমনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজ রাজ্য প্রথমবার আব্বু ডাকলো! তাদের এই গল্প সেই সাত সকালের! আমি শুধু একজন বাবার ব্যাকুলতা দেখছিলাম মুগ্ধ হয়ে। ছেলের মুখে একটুখানি এই আধো আধো আব্বু ডাক শুনতে রাজের এই ছেলেমানুষী খুব যত্ন করে তুলে রাখলাম। সুন্দর স্মৃতিরা সব আদরে বেঁচে থাকুক। আমি তোমাকে অনেক ভালোবাসি।’

ভিডিওতে দেখা যাচ্ছে, রাজ্যের সঙ্গে শুয়ে আছেন রাজ। ছেলের মুখে ‘আব্বু’ ডাক শুনতে বারবার তাকে অনুরোধ করছেন। তার কণ্ঠে ব্যাকুলতা। অতঃপর ‘আব্বু’ ডাক শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়েন রাজ। এদিকে ক্যামেরার আড়াল থেকে ছেলের মুখে ‘মা’ ডাক শুনতে চান পরীমনি।