সারা বাংলা

হবিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।  

পরে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এ সভায়  প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী প্রমুখ। 

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। ৎ

এছাড়া জেলার মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, লাখাই, আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ ও বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।