৩৬ বছর পর আর্জেন্টিনার ঘরে গেছে ফুটবল বিশ্বকাপের মুকুট। দিয়াগো ম্যারাডোনার পর লিওনেল মেসি হাত ধরে আর্জেন্টিনা জিতেছে ফুটবল বিশ্বকাপ। রোববার কাতারে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে মেসির হাতে উঠেছে সোনালী ট্রফি।
দিয়াগো নেই। পৃথিবীর মায়া ছেড়ে গেছেন। তার পদাঙ্ক অনুসরণ করে দীর্ঘ সময় পর মেসি নিজ দেশকে শিরোপা জিতিয়েছেন। স্বর্গে থেকে দিয়াগো এই শিরোপা উপভোগ করছেন বলে জানালেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। তিনটি বিশ্বকাপ জেতা পেলে মেসির হাতে ফুটবল বিশ্বকাপের শিরোপাকে প্রাপ্য বলছেন।
তার মতে, সেরা দলের হাতেই উঠেছে শ্রেষ্ঠত্বের মুকুট। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে পেলে লিখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা! নিশ্চিতভাবে দিয়েগো এখন হাসছে।’
মেসিকে নিয়ে আলাদা করে পেলে লিখেছেন, ‘বরাবরের মতো আজও চিত্তাকর্ষক উপায়ে ফুটবল তার গল্প বলে চলেছে। মেসির প্রথম বিশ্বকাপ জেতা, এটা তার পথচলায় প্রাপ্য।’
ফুটবলের জীবনে মেসি এখন পূর্ণতার প্রতিচ্ছবি। সাতটি ব্যালন ডি অর জিতেছেন। জিতেছেন কোপার শিরোপা। জিতেছেন বিশ্বকাপের মুকুট। নানা অর্জনে মেসির ক্যারিয়ার স্বয়ংস্পূর্ণ। অধরা শিরোপাটাই মেসি জিতেছেন কাতারের মঞ্চে। যে মঞ্চে মেসির মতোই উষ্ণতা ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে ফ্রান্সের তরুণ সুপারস্টার ছিলেন অসাধারণ। তার হাত ধরে এ শতাব্দীতে বিশ্বকাপ ফাইনালে প্রথম হ্যাটট্রিকও এসেছে। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি। এমবাপ্পের জন্য মন পুড়ছে পেলের। তাকে প্রশংসায় ভাসিয়ে পেলে বলেছেন, ‘প্রিয় বন্ধু এমবাপ্পে, একটি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলাটির দুর্দান্ত ভবিষ্যতের জন্য দর্শনীয় এই পারফরম্যান্স দেখা কী দারুণ এক উপহারই না ছিল।’
বিশ্বকাপে চমকে দেওয়া দল ছিল মরক্কো। সেমিফাইনালে তারা হেরেছে ফ্রান্সের কাছে। এরপর ক্রোয়েশিয়ার কাছে হেরে হয়েছে চতুর্থ। ফেভারিটের তকমা না পেয়েও সেরা চারে উঠে আসা চাট্টেখানি ব্যাপার ছিল না। পেলের করতালি পেয়েছে আফ্রিকান দেশটিও, ‘অবিশ্বাস্য একটি বিশ্বকাপের জন্য মরক্কোকে অভিনন্দন না জানিয়ে থাকতে পারি না। আফ্রিকার জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে।’