মেহেরপুরে পাওয়ার টিলারের ধাক্কায় মাজারুল হক মন্ডল (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর শহরের ভূমি অফিস সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাজারুল হক মন্ডল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় মাজারুল হক মণ্ডল বাইসাইকেল চালিয়ে পিরোজপুর গ্রাম থেকে মেহেরপুর শহরে আসছিলেন। তিনি মেহেরপুর সদর ভূমি অফিসের সামনে এসে পৌঁছালে পাওয়ার টিলারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, নিহতের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।