আন্তর্জাতিক

আজ থেকে করোনার নাকের টিকা দিবে ভারত

ইনজেকশন নয়, এবার নাক দিয়েই নেওয়া যাবে করোনার টিকা। আজ শুক্রবার থেকে ভারতে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাকের এই টিকা হেটেরোলগাস বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। এটি নিতে পারবেন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন গ্রহীতারা। আজ থেকেই কো উইন অ্যাপে রেজিস্ট্রেশন করা যাবে। আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে নাকের টিকা।  

করোনার সংক্রমণ প্রতিরোধে ভারত বায়োটেকের উৎপাদিত ইনকোভ্যাক নামের নাকের এই টিকা হবে ভারতের প্রথম বুস্টার ডোজ। এটি ১৮ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে। শিগগিরই এটি সরকারি ও বেসরকারি হাসাপাতালগুলোতে পাওয়া যাবে।

চার সপ্তাহের ব্যবধানে ইনোভ্যাকের দুটি ডোজ নিতে হয়। প্রতি ডোজে নিতে হয় পাঁচ মিলিগ্রাম অর্থাৎ টিকার ৮টি ড্রপ।

নাকের এই টিকার সুবিধা হচ্ছে, এটিদেওয়ার ক্ষেত্রে কোনও সুচ লাগে না। ফলে ক্ষত তৈরি বা সংক্রমণের সম্ভাবনা থাকে না এবং এটি দেওয়ার প্রক্রিয়া খুব সহজ হওয়ায় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন পড়ে না।