খেলাধুলা

এমসিজিতে ১১২ বছরের রেকর্ড ভাঙলেন জানসেন-ভেরেইন

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার চলতি দ্বিতীয় টেস্টে ১১২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন মার্কো জানসেন ও কাইল ভেরেইন।

প্রোটিয়ার আগে ব্যাটিংয়ে নামলে ষষ্ঠ উইকেটে ১১২ রানের জুটি গড়েন জানসেন ও ভেরেইন। আইকনিক এমসিজিতে এটি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ষষ্ঠ উইকেটের জুটি।

জানসেন ও ভেরেইন পেছনে ফেলেছেন ১৯১০ সালের ডিসেম্বরে ৯০ রানের জুটি গড়া অব্রি ফকনার ও টিপ স্নুককে।

২৮.৩ ওভারে ৬৭ রানে পাঁচ উইকেট হারানোর পর ক্রিজে একত্রিত হন জানসেন ও ভেরেইন। অধিনায়ক ডিন এলগার, সারেল আরউই, থিউনিস ডি ব্রুইন, টেম্বা বাভুমা ও খায়া জোন্ডো ব্যর্থ হলে তারা দুজন দলকে লড়াইয়ে ফেরান।

ভেরেইন ৯৯ বলে তিন চারে ৫২ রান করেন। জানসেন ১০ চারে ৫৯ রান করেন, খেলেন ১৩৬ বল। দুজনই ক্যামেরন গ্রিনের শিকার। ভেরেইনকে স্লিপে স্টিভ স্মিথের ক্যাচ বানান তিনি, পরের ওভারে জানসেনকে অ্যালেক্স ক্যারির ক্যাচ বানান।

দুজন ফিরে গেলে চার রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১৮৯ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস।