বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন নেদারল্যান্ডসের ২৩ বছর বয়সী স্ট্রাইকার কোডি গাকপো। কোয়ার্টার ফাইনালে খেলা ডাচদের হয়ে তিনি ৫ ম্যাচে ৩ গোল করেছিলেন। তরুণ এই তারকাকে বিশ্বকাপ শেষ হতে না হতেই দলে ভিড়িয়েছে লিভারপুল।
চুক্তির টাকার প্রকৃত অঙ্ক প্রকাশ না করলেও বিবিসি জানিয়েছে ৪০ থেকে ৫০ মিলিয়ন ইউরোতে পিএসভি আইন্ডহোভেন থেকে দলে টেনেছে তাকে। যা দলটির জন্য রেকর্ড দলবদল ফি। বক্সিং ডেতে লিভারপুল তার ভক্ত-সমর্থকদের এই সুখবর দেয়।
আর আজ বুধবার ডাক্তারি পরীক্ষা এবং চুক্তির আনুষ্ঠানিকতা সারার জন্য ইংল্যান্ডে এসেছেন গাকপো।
গতকাল আইন্ডহোভেন এক বিবৃতিতে জানিয়েছিল, পিএসভি এবং লিভারপুল কোডি গাকপোর বিষয়ে একটি চুক্তিতে একমত হয়েছে। ২৩ বছর বয়সী আক্রমণভাগের এই খেলোয়াড় ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে চুক্তি ও দলবদলের আনুষ্ঠানিকতা সারবেন তিনি।’
অবশ্য গ্রীষ্মের দলবদলের সময় গাকপোকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে শেষ পর্যন্ত তাকে রেখে অ্যান্থনিকে দলে নিয়েছিল তারা। আর জানুয়ারির দলবদলের সময় তাকে দলে নেওয়ার বিষয়টি ভেবে রেখেছিল। কিন্তু তাদের আগেই লিভারপুল চুক্তি সারলো তার সঙ্গে।