সারা বাংলা

খুলনায় লরির চাপায় মোটরসাইকেল চালক নিহত

খুলনায় ট্যাংকলরির চাপায় আকছার হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) নগরীর নতুন রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আকছার নগরীর দেয়ানা এলাকার এম এ রবের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, সকাল ৮ টার দিকে আকছার মোটরসাইকেলে খুলনার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি ট্যাংকলরি মোড় ঘুরছিল। এসময় মোটরসাইকেলটি ওই ট্যাংলরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই আকছারের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্যাংকলরির চালক ও হেলপার পালিয়ে যান। ঘাতক ট্যাংকলরিটি আটক করা হয়েছে। তবে দুপুর দেড়টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।