বিশ্বকাপজয়ী ফরাসি গোলরক্ষক হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের তিন সপ্তাহ পর অবসরের ঘোষণা দেন ফ্রান্স অধিনায়ক।
চার বছর আগে লরিসের নেতৃত্বেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল। এবার ফাইনালে উঠলেও শেষপর্যন্ত রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
৩৬ বছর বয়সী লরিস বলেন, ‘আমি আন্তর্জাতিক ক্যারিয়ায়ে থামার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমার এই অনুভূতি যেন আমি সব কিছু দিয়েছি।’
ফরাসি জাতীয় দৈনিক এল ইকুইপকে লরিস বলেন, ‘আমি মনে করি ইউরোর বাছাই শুরুর আড়াই মাস আগে এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সময়।’
২০০৮ সালে উরুগুয়ের বিপক্ষে ২১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে আবির্ভাব ঘটে লরিসের। দেশের জার্সিতে তিনি রেকর্ড ১৪৫ ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ ১২১ ম্যাচে নেতৃত্ব দিয়েও রেকর্ড গড়েছেন এই গোলরক্ষক।
‘এমন একটি সময় আসে যখন আমাদের থামা প্রয়োজন। আমি সবসময় বলে এসেছি, ফ্রান্স জাতীয় দল কখনো কোনো একজন ব্যক্তিকে ধারণ করে না’-অবসর নিয়ে এভাবেই বলেছেন লরিস।