ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বরগুনায় দুলাল মাতুব্বর (৫৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী গ্রামের বেড়িবাঁধের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া দুলাল মাতুব্বর একই গ্রামের মৃত কদম মাতুব্বরের ছেলে।
পরিবার জানায়, অভাবের কারণে কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে দেনায় ডুবে ছিলেন দুলাল মাতুব্বর। পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে ধার নিয়ে ঋণের টাকা পরিশোধ করার চেষ্টা করেন তিনি। এরপরেও তিনি ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। এনিয়ে দুলাল মাতুব্বর মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল রাতে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে তিনি আত্মহত্যা করেছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।