খেলাধুলা

এটাই সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ বছর: ওয়ার্নার

গত মধ্য নভেম্বরে ডেভিড ওয়ার্নার ইঙ্গিত দেন, এই বছরের অ্যাশেজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন। অস্ট্রেলিয়ার ৩৬ বছর বয়সী ওপেনার তার কথায় নড়চড় করছেন না। স্কাই স্পোর্টসকে জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সম্ভবত তার শেষ বছর।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ওয়ার্নারের। টেস্ট ক্রিকেটে ৮১৩২ রানসহ মোট আন্তর্জাতিক রান ১৭ হাজারের বেশি। আগামী অক্টোবরে ৩৭তম জন্মদিন পালন করতে যাওয়া বাঁহাতি ব্যাটসম্যান থামার ইঙ্গিত দিলেন।

এমসিজিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরিতে তিন বছরের টেস্ট শতকখরা কাটান গত ডিসেম্বরে। ৯ বছরে প্রথম বিগ ব্যাশ লিগ ম্যাচ খেলতে নামছেন তিনি শুক্রবার। পার্থ স্কর্চার্সের বিপক্ষে সিডনি থান্ডারের হয়ে খেলবেন অজি ওপেনার।

এই ম্যাচের আগে ভবিষ্যৎ নিয়ে কথা বললেন ওয়ার্নার, ‘সম্ভবত আন্তর্জাতিক ক্যারিয়ারে আমার শেষ বছর (হতে যাচ্ছে)। ২০২৪ (টি-টোয়েন্টি) বিশ্বকাপেও আমি চোখ রাখছি, আমেরিকায় শেষ করা, সেখানে জিতে শেষ করা হবে দারুণ। তবে আগে দলে জায়গা পাওয়ার ব্যাপার আছে।’