চাঁপাইনবাবগঞ্জ (সদর)-৩ আসনের উপনির্বাচনে তাহরিমা নামে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এই খবরটি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার ইউএনও রওশন আলী।
রওশন আলী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাহরিমা প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এই আসনে বর্তমানে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ, বিএনএফের প্রার্থী কামরুজ্জামান খাঁন ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ৫ প্রার্থীর মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানিয়েছেন ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির দুই জন সংসদ সদস্য পদত্যাগ করলে আসন দুটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ৯০ দিনের মধ্যে এই দুটি সংসদীয় আসনে উপনির্বাচন সম্পন্ন করতে তফসিলও ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ ১৫ জানুয়ারি। আর ভোট গ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি।