নোয়াখালীর মাইজদীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গণপূর্তের জায়গা দখল করে তৈরি করা প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে বিকেলে পর্যন্ত মাইজদী ফ্ল্যাট রোড থেকে ইসলামিয়া রোডে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, অননুমোদিত স্থাপনা নির্মাণ বন্ধে গণপূর্ত বিভাগ জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এ সময় গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা'দ মোহাম্মদ আন্দালিব, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. এমদাদুল হক মিয়া, সহকারী প্রকৌশলী (সিভিল) জাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন। এ সময় সুধারাম মডেল থানার পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।