খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুমাইয়া আকতার সেতু (১৪) নামে এক কিশোরীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই দুলাভাই। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে ওই কিশোরীকে হত্যা করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুমাইয়া উপজেলার বেলছড়ি ইউনিয়নের আমবাগান গ্রামের মো. আব্দুর রহমান জামালের মেয়ে।
অভিযুক্তের নাম মো. সাগর।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে বাড়িতে একাই ছিলেন সুমাইয়া। এসময় তার দুলাভাই সাগর ধারালো দা নিয়ে বাড়িতে প্রবেশ করেন এবং সুমাইয়াকে কোপাতে শুরু করেন। দায়ের কোপে সুমাইয়ার শরীর থেকে একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী এগিয়ে এলে সাগর সেখান থেকে পালিয়ে যান।
ওসি মোহাম্মদ জাকারিয়া জানান, ঘটনাস্থলের পাশ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।