দ্বিতীয় রাউন্ডেই থেমে গেলো রাফায়েল নাদালের ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের মিশন। অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে সরাসরি সেটে হেরে যান এক নম্বর বাছাই। এই হারের পর মানসিকভাবে ভেঙে পড়েছেন স্প্যানিশ তারকা।
দ্বিতীয় সেটে হিপের ইনজুরিতে সাইডলাইনে গিয়ে চিকিৎসা নিতে দেখা যায় নাদালকে। চাইলে সরে দাঁড়াতে পারতেন। কিন্তু খেলা চালিয়ে যান। দুই ঘণ্টা ৩২ মিনিটের লড়াইয়ে হার মানতে হয় ৪-৬, ৪-৬, ৫-৭ গেমে। ম্যাচ শেষে কোর্ট থেকে বেরিয়ে হতাশায় মুখ ঢাকেন নাদাল।
২২টি গ্র্যান্ড স্লাম জয়ী বলেন, গত কয়েকদিন ধরে তার হিপে সমস্যা হচ্ছিল। কিন্তু বুধবার তা চরমে ওঠে। এখনও জানেন না ইনজুরি কোন পর্যায়ে গেছে। নাদাল বললেন, ‘গত কয়েক দিন ধরে সমস্যা হচ্ছিল। আমার হিপের সমস্যা আগে থেকে আছে। আগেও চিকিৎসা করিয়েছিলাম কিন্তু এতটা সমস্যা হয়নি কখনও।’
ম্যাকেঞ্জির কাছে হারের মুহূর্তকে কঠিন বললেন নাদাল, ‘এটা ছিল কঠিন মুহূর্ত। আমি বলতে পারি না যে এই মুহূর্তে আমি মানসিকভাবে বিধ্বস্ত নই। সেটা বললে মিথ্যা বলা হবে।’
আরও পড়ুন: নাদালের অপ্রত্যাশিত বিদায়