জয়পুরহাটে নাশকতা ঘটনানোর অভিযোগে গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে কালাই উপজেলার মোলামগাড়ীহাট এলাকায় ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজের শ্রেণিকক্ষ থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
গ্রেপ্তাররা হলেন- কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও চেঁচুরিয়া গ্রামের আব্দুস সোবহান (৬১)। এ ছাড়া জামায়াতে ইসলামীর সক্রিয়কর্মী থল গ্রামের আবুল কালাম (৭১), মাত্রাই গ্রামের আব্দুস সোবহান (৪৫)।
ওসি এস এম মঈনুদ্দীন বলেন, দুপুরে কালাই উপজেলার মোলামগাড়ীহাট এলাকায় ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজে নাশকতার উদ্দেশে নেতাকর্মীরা গোপন বৈঠকে বসেছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।