গত নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। ফ্রান্সকে উত্তেজনাপূর্ণ ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লিওনেল মেসির আর্জেন্টিনা। এ উপলক্ষেই কুইজের আয়োজন করেছিল বাংলাদেশ প্রতিদিন। রোববার (২৯ জানুয়ারি) বাংলাদেশ প্রতিদিনের কনফারেন্স রুমে সেসব কুইজের ড্র অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ ও জর্জি। কায়সার হামিদ বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা নিয়ে বলেন, ‘বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ। তারা আবারও বিশ্বকাপ উপলক্ষে এমন সুন্দর এক আয়োজন করেছে। ফুটবল এখনো বাংলাদেশের মানুষের প্রাণের খেলা।’ তিনি বাংলাদেশ প্রতিদিনের পাশাপাশি কুইজ আয়োজনে বিজ্ঞাপনদাতাদেরও ধন্যবাদ জানান।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক মাহমুদ হাসান ও প্রধান বার্তা সম্পাদক কামাল মাহমুদ। তারা ভবিষ্যতেও বাংলাদেশ প্রতিদিন ও স্পন্সর প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এমন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল বাংলাদেশ প্রতিদিন-ওয়ালটন ফুটবল বিশ্বকাপ কুইজ ২০২২ (১ম ও ২য় পর্ব) ড্র অনুষ্ঠিত হয়। এসব কুইজের বিজয়ীদের কুপন উত্তোলন করেন আমন্ত্রিত অতিথিরা।
স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মুস্তাফিজুর রহমান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ পারভেজ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক আবুল কালাম আজাদ, বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম, চিফ রিপোর্টার মনজুরুল ইসলাম, সিটি এডিটর শিমুল মাহমুদ, সিটি এডিটর জাহাঙ্গীর আলম, ডেপুটি চিফ রিপোর্টার জুলকার নাইন, অনলাইন চিফ শামছুল হক রাসেল, জিএম সার্কুলেশন বিল্লাল হোসেন মন্টু, হেড অব মার্কেটিং সালাহ উদ্দিন আহমেদ, কম্পিউটার ইনচার্জ মাসুদ রানাসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রতিদিন-ওয়ালটন বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২২
প্রথম পর্ব ১ম পুরস্কার : নুসরাত, ঢাকা ২য় পুরস্কার : মো. জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ ৩য় পুরস্কার : আরিফ, ঢাকা ৪র্থ পুরস্কার (১) : প্রবীর কুমার ভৌমিক, বসুন্ধরা, ঢাকা ৪র্থ পুরস্কার (২) : রাজীব চক্রবর্তী, চট্টগ্রাম ৪র্থ পুরস্কার (৩) : কুরবান, গাজীপুর ৫ম পুরস্কার (১) : নিথীশ চন্দ্র রায়, ঢাকা ৫ম পুরস্কার (২) : নাজমুল, ঢাকা ৫ম পুরস্কার (৩) : খোশনেয়ারা, কুমিল্লা ৬ষ্ঠ পুরস্কার (১) : তানভীর মাহমুদ, ঢাকা ৬ষ্ঠ পুরস্কার (২) : মেহেদি হাসান রাজন, সিলেট ৬ষ্ঠ পুরস্কার (৩) : শাহেদুল, চাঁদপুর
বাংলাদেশ প্রতিদিন-ওয়ালটন বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২২
দ্বিতীয় পর্ব ১ম পুরস্কার : হাবিবা, দিনাজপুর ২য় পুরস্কার : রূপা কর্মকার, বসুন্ধরা, ঢাকা ৩য় পুরস্কার : সৈয়দ মুস্তফা আলম, চট্টগ্রাম ৪র্থ পুরস্কার (১) : মেহেদি হাসান জয়, মিরপুর, ঢাকা ৪র্থ পুরস্কার (২) : আঁখি, ঢাকা ৫ম পুরস্কার (১) : নয়ন আক্তার, ঢাকা ৫ম পুরস্কার (২) : সুমনা, কুমিল্লা ৫ম পুরস্কার (৩) : খায়রুন্নেছা, ঢাকা ৬ষ্ঠ পুরস্কার (১) : ফাতেমা আক্তার, ঢাকা ৬ষ্ঠ পুরস্কার (২) : ঝর্ণা, কুমিল্লা ৬ষ্ঠ পুরস্কার (৩) : জারা আক্তার, মাদারীপুর ৭ম পুরস্কার (১) : আলমগীর, টিএনটি, ঢাকা ৭ম পুরস্কার (২) : নাদিম, চাঁদপুর ৭ম পুরস্কার (৩) : রাবেয়া, ঢাকা