চাঁপাইনবাবগঞ্জে-৩ আসনের উপ নির্বাচনে অংশ নেওয়া আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের নির্বাচনী প্রধান কার্যালয়সহ মোট ১১টি অফিস ভাঙচুর হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) রাতে এসব নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন প্রার্থী সামিউল হক লিটন।
এ ব্যাপারে তিনি নৌকার প্রার্থীর কর্মী সমর্থকদের দায়ী করেছেন। তিনি বলেন, নৌকার প্রার্থীর লোকজন আমার প্রধান নির্বাচনী কার্যালয়সহ মোট ১১টি অফিস ভাঙচুর করেছে। এছাড়াও কয়েকটি অফিস পুড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হাজির মোড় এলাকার অফিসের আগুন নিভিয়েছে।'
তিনি বলেন, অফিস ভাঙচুরের কয়েকটি ছবিসহ রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে এই খবরটি জানিয়েছি। আমার আস্থা আছে, আইন-শৃঙ্খলাবাহিনীর লোকজন সুষ্ঠু ভাবে নির্বাচন করবে। এখন তারা যদি কার্যকরী পদক্ষেপ নেয় তাহলে নিয়ন্ত্রণে আসবে। যদি তারা যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমার আস্থা হারিয়ে যাবে।