চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভোট শুরু হয়। ভোটগ্রহণের শুরুতেই জেলা শহরের ২৭ নম্বর কেন্দ্র নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রার্থী আব্দুল ওদুদের কর্মী সমার্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। এছাড়া, ওই সময় ইভিএমে ত্রুটি থাকায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়নি।
আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণের সময় আমার কর্মী সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। তবে এ বিষয়ে নৌকা প্রার্থী আব্দুল ওদুদের বক্তব্য পাওয়া যায়নি।