গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়া খেলার অপরাধে ৪ জনকে পৃথক পৃথক ২১ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতরা হলেন, উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের ভবেশ চন্দ্র বর্মনের ছেলে গণেশ চন্দ্র বর্মন (২৬), আবুল কালামের ছেলে মাসুদ মিয়া (২৭), ওহেদুল হকের ছেলে নুরুল ইসলাম (৩৫) ও বেলকা ইউনিয়নের বেলকা গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিন্নাহ মিয়া (৩৮)।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হক।
এর আগে, রোববার দিবাগত রাতে উপজেলার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ৪ জনের প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ-আল-মারুফ।
পুলিশ জানায়, সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হকের নেতৃত্বে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজার সংলগ্ন মোখলেছুর রহমানের ইটভাটা এলাকায় জুয়া খেলারত অবস্থায় এই ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ১৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়। এছাড়াও খেলার সরঞ্জাম তাস, চট উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হক বলেন, জুয়া খেলার সময় হাতে নাতে চার জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ প্রত্যেককে ২১ দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।'