কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ১২নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি (নেতা) আব্দুর রহিম গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ওই ক্যাম্পের সাব ব্লক-জি/৭ এর রোহিঙ্গা বাজারে তাকে গুলি করা হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ আব্দুর রহিম ১২নং ক্যাম্পের ব্লক-এইচ/৪, এপি জি/১ এর মৃত করিম উল্লাহর ছেলে।
সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, মুখোশধারী ৪/৫ জন দুষ্কৃতিকারী রোহিঙ্গা বাজারস্থ আইয়াজের ফলের দোকানের সামনে হতে ডেকে নিয়ে রাস্তার উপর গুলি করে পালিয়ে যায়। গুলি তার মুখমণ্ডলের ডান পাশের নিচ থেকে লেগে কানের পাশ দিয়ে উপরের দিকে বের হয়ে যায়। তৎক্ষণাৎ তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।