সারা বাংলা

ঝালকাঠিতে চলছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন 

‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগান ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলা টিকাদান কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। 

ঝালকাঠিতে এই বছর ১ লাখ শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে। 

সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যার ইসরাত জাহান সোনালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ।

সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।