খেলাধুলা

ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিলেন জহুরুল

আগের দিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুমিনুল হক। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ফিফটি পেয়েছিলেন জহুরুল ইসলাম অমি। কক্সবাজারে বিসিএলের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলায় মুমিনুলের ব্যাট বেশিদূর যায়নি। তবে জহুরুল ফিফটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। তাতে বিসিবি নর্থের বিপক্ষে লিড নিয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন।

নর্থের করা ৩৭৮ রানের জবাবে ইসলামী ব্যাংক প্রথম ইনিংসে করে ৪০৩ রান। ২৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৩৮ রানে দিন শেষ করেছে নর্থ জোন। সোমবার ১০৩ রানে দিনের খেলা শুরু করেছিলেন মুমিনুল। স্কোরবোর্ডে ৩১ রান যোগ করতেই থামতে হয় জাতীয় দলের সাবেক অধিনায়ককে। নাসির হোসেনের বলে স্টাম্পিং হয়ে ফেরেন ১৩৪ রানে। ১৭ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি।

জহুরুল ঠান্ডা মাথায় ইনিংস লম্বা করেন। তাকে অবশ্য সঙ্গ দিতে পারেননি ইয়াসির। ১০ রানে শেষ তার ইনিংস। এরপর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে প্রতিরোধ গড়েন। এই জুটি গড়ার পথেই প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি তুলে ইসলামী ব্যাংকের অধিনায়ক। দিপুর ব্যাট থেকে আসে ঝকঝকে ৬৮ রান। শেষ পর্যন্ত ৪০৩ রানে থামে ইসলামী ব্যাংকের ইনিংস।

বল হাতে বিসিবি নর্থের হয়ে ৩টি উইকেট নেন সালাউদ্দিন শাকিল। ২টি করে উইকেট নেন সানজামুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৭ রান পায়। তৌফিক খান তুষার ৩৯ ও তানজিম তামিম ৩৩ রান করেন। তাদের জুটি ভাঙার পর মাহমুদুল হাসান জয় বেশিদূর এগোতে পারেননি। ১৫ রানে রান আউটে ড্রেসিংরুমে ফিরেন এ ব্যাটসম্যান। পড়ন্ত বিকেলে দলকে বিপদে পড়তে দেননি আমিনুল ইসলাম ও নাঈম ইসলাম। আমিনুল ২৫ ও নাঈম ২০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তাদের লিড ১১৩ রানে। আগামীকাল চতুর্থ দিনে অভাবনীয় কিছু না হলে ম্যাচ ড্র হয়ে যেতে পারে।