ইন্দোরে আজ বুধবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি কেউ। অস্ট্রেলিয়ার দুই স্পিনার ম্যাথিউ কুহনিম্যান ও নাথান লায়নের ঘূর্ণিতে মধ্যাহ্ন বিরতির পর পরই ৩৩.২ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার কুহনিম্যান ৯ ওভার বল করে ২ মেডেনসহ ১৬ রান দিয়ে নেন ৫টি উইকেট। নাথান লায়ন ১১.২ ওভার বল করে ২ মেডেনসহ ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। একটি উইকেট নেন টড মারফি। অন্য উইকেটটি যায় রান আউটের খাতে।
ব্যাট হাতে ভারতের বিরাট কোহলি সর্বোচ্চ ২২ রান করেন। ২১ রান করেন শুভমান গিল। এছাড়া শ্রীকর ভরত ১৭, উমেশ যাদব ১৭, রোহিত শর্মা ১২ ও অক্ষর প্যাটেল করেন অপরাজিত ১২ রান। রোহিত শর্মা অবশ্য দুই-দুইবার জীবন পেয়েছিলেন।
২৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৮৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় ভারত। বিরতি থেকে ফিরে ৩৩.২ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় তারা। পুরো ইনিংসে অস্ট্রেলিয়া কোনো অতিরিক্ত রান দেয়নি।
প্রথম ও দ্বিতীয় টেস্ট তিনদিনেই জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।