ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বুধবার (১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সীতারামপুর নৌকাঘাট সংলগ্ন তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর মির্জাচর গ্রামের ফারুক মিয়ার ছেলে হাফেজ মো. মাহমুদ উল্লাহ (২৫) ও নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী প্রহল্লাত চৌধুরীর মেয়ে রাত্রি চৌধুরী (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর হতে যাত্রীবাহী একটি নৌকা পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দীন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে আপাতত সেটি বলা যাচ্ছে না।’