সাতক্ষীরা জেলার আশাশুনির কাকবাসিয়া মৎস্য সেট এলাকায় গত এক মাস ধরে চৌকির উপর স্থায়ীভাবে বসবাস করছেন এক মানসিক ভারসাম্যহীন নারী।
স্থানীয়দের ভাষ্য মতে, মানসিক ভারসাম্যহীন নারীর নাম মরিয়াম বিবি (৭০)। তিনি দিনাজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুল ইসলামের কন্যা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তার স্বামী পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। তার বাবাও অনেক আগে মারা গিয়েছেন। তবে ছেলে মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রয়েছে তার। এর বাইরে আর কিছু বলতে পারছেন না তিনি।
কাকবাসিয়া গ্রামের আব্দুল বারিক সানা, মাসুম বিল্লাহ, আনারুল ইসলাম, রসুলসহ একাধিক ব্যক্তি জানান, দীর্ঘ এক মাস আগে মানসিক ভারসাম্যহীন এই মরিয়াম বিবি কাকবাসিয়া মৎস্য সেট এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন। রাতেই সে একটি চায়ের দোকানের চৌকির উপর ঘুমিয়ে পড়েন। সেই থেকেই এক মাস যাবত একই খাটের উপর বসে শুয়ে এবং ঘুরে-ফিরে থাকেন তিনি। তার হাত পায়ের গঠন এবং পোশাক পরিচ্ছেদ দেখে মনে হচ্ছে, তিনি অল্প কিছুদিন আগে বাড়িছাড়া হয়েছেন।
তারা আরো জানায়, মরিয়াম বিবি আসার পর থেকে স্থানীয় চায়ের দোকান হোটেল ব্যবসায়ী ও স্থানীয় যুবকরা একত্রিত হয়ে তাকে সকাল-বিকাল রুটি কলা-ভাত এসব খাবার দিচ্ছেন। তাই খেয়ে একই জায়গায় দিন রাত বসে থাকেন। তবে তিনি মাঝে মাঝে কথা বলেন।
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, তার ইউনিয়নের কাকবাসিয়া হাজী মৎস সেট এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীর কথা তিনি শুনেছেন। তবে কোথা থেকে এলেন কিভাবে এলেন তা তিনি জানেন না। তবে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, মরিয়াম বিবির কথা আপনার মুখ থেকেই প্রথম শুনলাম। খোঁজ নিচ্ছি এবং বিভিন্ন জায়গায় মেসেজ পাঠিয়ে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় কিনা সেটাও দেখছি।
তবে তিনি উপজেলার সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।