জাতীয়

সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় আহত ১৪ জন হাসপাতালে

রাজধানীর সায়েন্স ল্যাবে বাণিজ‌্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢমেক) হাসপাতালে নয় জনকে ভর্তি করা হয়। আর দগ্ধ হওয়া পাঁচ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ৩  

রোববার (৫ মার্চ) দুপুরে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিক‌্যাল যাদের ভর্তি করা হয়েছে তারা হলেন, জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), তাজ উদ্দিন (৩০), কবির (৩২), রাবেয়া খাতুন (১৭), নুরুন্নবী (২৫), কামাল (৪০) , অজ্ঞাত  যুবক (২৫) ও অজ্ঞাত পুরুষ (৪০)। 

আরও পড়ুন: সায়েন্স ল্যাবে ৪ কারণে বিস্ফোরণ হতে পারে: পুলিশ

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন বলেন, সায়েন্স ল‌্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ জনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন, আকবর আলী (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা আক্তার (২৫), জহুর আলী (৫২), হাফিজুর রহমান (৪৫)।