সারা বাংলা

লবণের ট্রাকে মিললো ৫৭ কেজি গাঁজা 

চাঁপাইনবাবগঞ্জে লবণবাহী একটি ট্রাক থেকে ৫৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

শুক্রবার (১০ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সাহানবান্ধা পুকুরিয়া গ্রামের মৃত তোহরুল ইসলামের ছেলে ট্রাক চালক জসিম উদ্দিন (২৪), শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা গ্রামের আনারুল ইসলামের ছেলে ট্রাকের হেলপার আব্দুল করিম (২৫) ও শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের আফসার আলীর ছেলে বকুল (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান বলেন, রাজশাহী থেকে লবণ ভর্তি একটি ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছে- গোপন সংবাদে মাদকদ্রব্য অধিদপ্তরের টিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে সকালে অবস্থান নেয়। এক পর্যায়ে  ট্রাকটি দাঁড় করালে চালকের পাশে থাকা একজন মাদক কারবারি পালিয়ে যায়। এ সময় ট্রাকটি তল্লাাশ করে ৫৭ কেজি গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার ও গাঁজা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় ৪ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।