টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ খেলতে নেমেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে জস বাটলারের দলকে ধরাশয়ী করে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারায় হতাশ ইংল্যান্ড অধিনায়ক। দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর পর রোববার সংবাদ সম্মেলনে বাটলার পুরো কৃতিত্ব সাকিব আল হাসানদের দিয়েছেন।
সিরিজ হার নিয়ে প্রশ্নে সংক্ষিপ্ত উত্তরে বাটলার বলেন, ‘সিরিজ হারায় হতাশ। কৃতিত্ব বাংলাদেশ দলের।’
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ১১৭ রান করে ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে চট্টগ্রামে ৬ উইকেটে জিতেছিল সাকিবের দল।
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ এবারই প্রথম সিরিজ খেলেছে। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারের দেখায় হেরেছিল বাংলাদেশ। এবার সিরিজ জিতে যেন মধুর প্রতিশোধ নিলো স্বাগতিকরা।