বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করা শেষ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছড়িয়ে-ছিটিয়ে চলছে উদযাপন। এর মাঝে গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলতে দেখা যায় বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেলকে।
কথা বলা শেষে সবার সঙ্গে ছবি তুলতে দাঁড়ান সোহেল, এ সময় নিজের পকেট থেকে এক লাখ টাকার একটি বান্ডিল বের করে দিয়ে বলেন, ‘তোমরাই মাঠ তৈরির আসল হিরো।’
এ সময় গ্রাউন্ডসম্যানরা নানা দাবি-দাওয়া কথা বলতে চাইলে আশ্বাস দিয়ে চলে যান সোহেল।
শুধু সোহেল না গ্রাউন্ডসম্যানদের আরও এক লাখ টাকা দেন বিসিব পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক। গ্রাউন্ডসম্যানরা তার কাছেও নানা দাবি-দাওয়া নিয়ে গেলে তিনি এক লাখ টাকা পুরস্কারের কথাটি জানান। কিছুক্ষণ পরই সেটি হস্তান্তর করেন মল্লিক।
এর আগে চট্টগ্রামে সাকিব আল হাসান টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর তার পুরস্করারের এক লাখ টাকা দেন। এখানে সাকিবরা না দিলেও বিসিবির দুই পরিচালক ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে পুরস্কৃত করেন।