বিনোদন

ঐশ্বরিয়ার মামলা

গহনা হারানোর অভিযোগে মামলা দায়ের করেছেন রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত। সম্প্রতি চেন্নাইয়ের তেনামপেট থানায় মামলা দায়ের করেন এই নির্মাতা-গায়িকা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঐশ্বরিয়া রজনীকান্ত তার চেন্নাইয়ের বাড়িতে লকারে নিজের গহনা রেখেছিলেন। ২০১৯ সালে বোনের বিয়েতে সর্বশেষ এসব গহনা ব্যবহার করেন তিনি। সম্প্রতি লকার খুলে দেখেন সেখান থেকে ৬০টি গহনা উধাও। এ তালিকায় তার বিয়ের গহনাও রয়েছে। হারিয়ে যাওয়া গহনাগুলো স্বর্ণ ও ডায়মন্ডের। যার বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা)।

মামলায় ঐশ্বরিয়া অভিযোগ করেছেন, তিনি তার পরিচারিকা ঈশ্বরী, লক্ষ্মী ও ড্রাইভার ভেঙ্কটকে সন্দেহ করেন। কারণ তারা তার ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন।  

ইন্ডিয়ান পেনাল কোড ৩৮১ ধারায় মামলা করেছেন ঐশ্বরিয়া রজনীকান্ত। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঐশ্বরিয়া রজনীকান্তের আরেক পরিচয় তিনি অভিনেতা ধানুশের প্রাক্তন স্ত্রী। সম্প্রতি ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ধানুশ। ঐশ্বরিয়া রজনীকান্ত নির্মিত সিনেমাগুলো হলো—‘থ্রি’ (২০১২), ‘ভাই রাজা ভাই’ (২০১৫)।